এম এ আই সজিব ॥ চুনারুঘাট উপজেলার চানপুর থেকে ২৫ কেজি গাজা, প্রাইভেটকার ও ক্রেতা-বিক্রেতাসহ ৬ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত ৩ টায় তাদেরকে আটক করা হয়। পুলিশ সুত্র জানায়, উল্লেখিত সময়ে আটককৃতরা গাজা ভর্তি প্রাইভেটকার নিয়ে চুনারুঘাট উপজেলার চানপুরে বিক্রি করতে যায়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি’র এস আই সুদ্বিপ রায় ও রাজিবুল ইসলামের নেতৃত্বে এক পুলিশ অভিযান চালিয়ে গাজা বিক্রিকালে ক্রেতা জুয়েল মিয়া ও বিক্রেতা আবুল কালামসহ ৬ ব্যক্তিকে আটক করে। এ সময় গাজা ভর্তি ব্যবহৃত প্রাইভেট কার (ঢাকা মেট্রো-খ, ১২-১৫০৯) আটক করে। আটককৃতরা হলো, চুনারুঘাট উপজেলার দক্ষিন হাতুন্ডা গ্রামের আব্দুল নুরের পুত্র গাজা বিক্রেতা আবুল কালাম (২২), দক্ষিন সুনামগঞ্জ উপজেলার জালালাবাদ গ্রামের আব্দুল করিমের পুত্র গাজা ক্রেতা জুনেল মিয়া (২৬) ও তাদের সহযোগী সুনামগঞ্জ উপজেলার ডুংরিয়া গ্রামের হাসমত আলীর পুত্র আলী মামদ (২৮), চুনারুঘাট উপজেলার দেওরগাছ গ্রামের আলা উদ্দিনের পুত্র দুদু মিয়া (২৮), একই গ্রামের ছুরুক মিয়ার পুত্র ছায়েব আলী (২৮) ও চুনারুঘাট উপজেলার বাগমারা গ্রামের আনিয়ার আলীর পুত্র আফিল মিয়া (৩৫)। পরে আটককৃতদের মাদক আইনে মামলা দিয়ে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।