এম এ আই সজিব ॥ বানিয়াচং উপজেলার মুরাদপুর থেকে মকসুদ আলী (৪৫) নামে এক নৌকা যাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের মৃত আরব আলীর পুত্র। গতকাল দুপুরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করেছে।
এদিকে, বিষয়টি ২ লাখ টাকায় রফাদফা করা হয়েছে বলে জানান এলাকাবাসী। পুলিশ সূত্র জানায়, গত সপ্তাহ খানেক পূর্বে মকসুদ আলী নৌকা যোগে বাড়ির পাশ্ববর্তী নদীতে যান। এ সময় নদীতে একই গ্রামের মশ্বব আলীর নৌকার সাথে সংঘর্ষ বাধে। এতে সে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে বাড়িতে রেখে চিকিৎসা দেয়া হয়। গতকাল দুপুরে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে বিথঙ্গল ফাড়ির ইনচার্জ এস আই আবু আব্দুল্লাহ জাহিদ নিহতের সূরত হাল রিপোর্ট তৈরী করে গতকাল সোমবার ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরন করে। পরে মকসুদ আলীর মৃত্যুর পর বিষয়টি ২ লাখ টাকায় রফাদফা করা হয়েছে বলে জানা যায়।