এম এ আই সজিব ॥ একটি সংঘর্ষের ঘটনায় এক ব্যক্তি নিহত হওয়ার জের ধরে মধ্যযুগীয় তান্ডবলীলায় নিশ্চিহ্ন হয়েছে গেছে কয়েকটি পরিবারের বসতবাড়ি। ত্রাসের রাজত্ব কায়েম করে প্রতিপক্ষের লোকেরা লুটতরাজ করেছে প্রায় অর্ধকোটি টাকার মালামাল। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার বানিয়াচং উপজেলার গানপুর গ্রামে। গতকাল রবিবার সরেজমিনে ওই গ্রামে গিয়ে নৃশংসতার এ ভয়াবহ চিত্র প্রত্যক্ষ করা গেছে। ক্ষতিগ্রস্থরা অভিযোগ করে জানান, সম্প্রতি তুচ্ছ বিষয় নিয়ে ওই গ্রামের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত এক ব্যক্তি গত বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে মৃত্যুবরণ করেন। এরই জের ধরে ওই দিনই একই গ্রামের কয়েকটি বাড়িতে মধ্যযুগীয় তান্ডব চালায় মহর আলী ও তার লোকজন। ত্রাসের রাজত্ব কায়েম করে প্রকাশ্যে জনশূণ্য বাড়ি থেকে লুটপাট করে প্রায় অর্ধকোটি টাকার মালামাল। ধ্বংস স্তুপে পরিণত হয় ঘর-বাড়ি।