এম এ আই সজিব ॥ বাহুবলে সংঘর্ষের ঘটনায় আহত হেলাল মিয়া (২২)নামের যুবক চিকিৎসাধীন অবস্থায় গতকাল রবিবার সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসাপতালে সে মারা যান। নিহত হেলাল মিয়া উপজেলার পুটিজুরী ইউনিয়নের গোলগাঁও গ্রামের ছিদ্দিক আলীর পুত্র। পুলিশ ও স্থানীয়রা জানান, জমিতে চারা রোপনের ঘটনাকে কেন্দ্র করে গত শনিবার সকালে দিকে উপজেলার গোলগাঁও গ্রামের সিজিল মিয়া মতিন মিয়ার সাথে হেলাল মিয়া ও শামসু মিয়ার বাক-বিতন্ডা হয়। এ নিয়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। এছাড়া সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি বাড়িঘর ভাংচুর ও লুটপাট করা হয়। সংঘর্ষে গুরুতর হেলাল মিয়াসহ আহতদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল ও বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
হবিগঞ্জ সদর হাসপাতালে হেলাল মিয়া ও শামসু মিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকরা তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করে। গতকাল রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় হেলাল মিয়া মারা যায়। হেলাল মিয়ার মৃত্যুর খবর এলাকায় পৌছলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বাহুবল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল¬া মনির বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, সেখানে পুলিশের অতিরিক্ত নজরদারি রয়েছে।যাতে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।