উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ প্রতিনিধিঃ কোপা আমেরিকা কাপ এর সেমিফানারে উত্তেজনাপূর্ন ম্যাচে এ সময়ের সবচেয়ে বেশী জনপ্রিয় ও হট ফেভারিট দল আর্জেন্টিনা গত রবিবার ভোরে সেমিফাইনাল পর্বে তুমুল উত্তেজনা পূর্ন খেলায় ভেনিজুয়েলাকে ৪-১ গোলে পরাজিত করে সেমিফাইনাল পর্বে উত্তীর্ণ হওয়ায় নবীগঞ্জে গতকাল রবিবার নবীগঞ্জে আমরা আর্জেন্টিনা সমর্থক ফোরামের সদস্যদের মাঝে ব্যাপক আনন্দ উৎসাহ বিরাজ করছে।
এ ধরনের বিজয়ের আনন্দকে উপভোগ্য করে তোলেন সকল আর্জেটিনার সমর্থক । শহরের আশপাশ এলাকায়ও আমরা আর্জেন্টিনা সমর্থকদের মাঝে ব্যাপক আনন্দ উল্লাস বিরাজ করছে।
এ আনন্দ উপভোগ্য করে তোলতে নবীগঞ্জে আমরা আর্জেন্টিনা দলের সমর্থকরা আনন্দউল্লাস ব্যক্ত করেন। হট ফেভারিট দলের এমন বিজয়ে আনন্দের অনুভূতি ব্যক্ত করেন আমরা আর্জেন্টিনা নবীগঞ্জ উপজেলা সমর্থক কমিটির সভাপতি সাইফুল জাহান চৌধুরী, সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল,সহ-সভাপতি ফখরুল আহসান চৌধুরী, মুরাদ আহমদ, সাংগঠনিক সম্পাদক শিক্ষক মোঃ রুবেল মিয়া মোঃ আশফাকউজ্জামান চৌধুরী,মোঃ কাজল মিয়া,পবিত্র বনিক,মোঃ আকিকুর রহমান সেলিম,সলিল বরন দাশ, জ্যোতিষ সরকার, সান্টু দাশ, বিপ্লব চন্দ্র দাশ বিপুল লিপ্টু তালকদার রিপ্টু,সঞ্জয় দাশ,সুজিত পাল, রতন লাল রায় ,সুরঞ্জন রায়,রামকৃষ্ণ সরকার,হেমেন্দ্র সরকার,শান্ত দাস, দুর্লভ দাশ,সুকমল দাস,রিপন সরকার,রনি রায়,লিপ্টন রায় প্রমূখ। সমর্থকরা বলেন, মেসির জাদুকরী নৈপুন্যে তৈরী করা বল নিয়ে অন্যান্য খেলোড়াররা ছন্দময় খেলা দেখিয়ে দলের সেরা পারফরম্যান্সে আর্জেন্টিনা দল ৪-১ গোলে ভেনিজুয়েলাকে পরাজিত করে অভাবনীয় জয়লাভ করে।
উত্তেজনাপূর্ণ খেলায় বিশ্বের কোপা আমেরিকা কাপ খেলার জনপ্রিয় এ আসরে বর্তমান সেরা তারাকা লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা দল ফাইনালে চ্যাম্পিয়ান হয়ে কোপা আমেরিকা কাপ জয়লাভ করবে সমর্থকদের বিশ্বাস।