হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী হাজী চনু মিয়া (৫০) গাছের চাপায় নিহত হয়েছেন। তিনি মধ্য ধুলিয়াখাল গ্রামের হাজী নুরুল ইসলামের পুত্র।
শনিবার (১৮ জুন) সকালে পশ্চিম ভাদৈ গ্রামে তার ক্রয়কৃত গাছ শ্রমিক দিয়ে কাটানোর সময় একটি গাছ অসাবধানতাবশত তার উপর পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি দীর্ঘদিন ধরে ধুলিয়াখাল এলাকায় সমিলের ব্যবসা করে আসছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শনিবার রাতে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়।