বিনোদন ডেস্ক : দশ বছর পর আবার একসঙ্গে একই চলচ্চিত্রে অভিনয় করছেন জীবন্ত কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামান ও অভিনেত্রী মৌসুমী। বর্তমানে হাবিবুল ইসলাম হাবিবের ‘রাত্রির যাত্রী’ চলচ্চিত্রে একসঙ্গে অভিনয় করছেন তারা। এ চলচ্চিত্রে এটিএম শামসুজ্জামানের ছেলের বউ চরিত্রে রূপদান করছেন মৌসুমী। দশ বছর আগে শেষবারের মতো দু’জন একসঙ্গে অভিনয় করেছিলেন সালাহউদ্দিন লাভলু পরিচালিত ‘মোল্লাবাড়ির বউ’ চলচ্চিত্রে। মাঝে কেটে গেছে এক দশক। রাজধানীর অদূরে পুবাইলে ‘রাত্রির যাত্রী’ চলচ্চিত্রটির শুটিং চলছে। হাবিবুল ইসলাম হাবিবের কাহিনী, সংলাপ ও চিত্রনাট্যে নির্মাণ চলতি এ চলচ্চিত্রটিতে নাম ভূমিকায় অভিনয় করছেন মৌসুমী। এটিএম শামসুজ্জামানের সঙ্গে একই চলচ্চিত্রে তিনি প্রথম অভিনয় করেন আমজাদ হোসেন পরিচালিত ‘আদরের সন্তান’ চলচ্চিত্রে। এরপর আরও বেশকিছু চলচ্চিত্রে একসঙ্গে অভিনয় করেছেন তারা। এদিকে মৌসুমী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ছিল ‘এক কাপ চা’। এরই মধ্যে তিনি শেষ করেছেন মুশফিকুর রহমান গুলজারের ‘মন জানে না মনের ঠিকানা’ চলচ্চিত্রের কাজ। এছাড়া তার নির্দেশিত চলচ্চিত্র ‘শূন্য হৃদয়’র শুটিং চলছে। অন্যদিকে এটিএম শামসুজ্জামান নিয়মিত অভিনয় করছেন মীর সাব্বির পরিচালিত ‘নোয়াশাল’ ধারাবাহিকে। এছাড়া এসএ হক অলিক পরিচালিত ‘এক পৃথিবী প্রেম’ চলচ্চিত্রের কাজও করছেন তিনি।