এম এ আই সজিব ॥ হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত ১০টা থেকে শুক্রবার ভোর পর্যন্ত জেলার ৮টি থানা পুলিশ এ অভিযান চালায়। হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (সদর) মাসুদুর রহমান মনির জানান, গ্রেফতারকৃতদের মধ্যে পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার আসামিও রয়েছেন।