নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের পাইকপাড়া উত্তর জামে মসজিদের মেয়াদ উর্ত্তীন কমিটি গঠন এবং মসজিদের হিসাবের টাকা নিয়ে গতকাল শুক্রবার জু’ম্মার নামাজের পুর্বে মুসল্লি ও কমিটির ক্যাশিয়ারের মধ্যে বাদানুবাদ ও হাতাহাতির ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সুত্রে জানাযায়, দীর্ঘদিন ধরে পাইকপাড়া উত্তর মসজিদ কমিটির মেয়াদ উত্তীর্ণ। মুসল্লীদের দাবীর প্রেক্ষিতে গতকাল শুক্রবার জু’ম্মার নামাজের আগে কমিটির সভাপতি সফিকুর রহমান চৌধুরী সফু নতুন কমিটি গঠন এবং মসজিদের আয় ব্যয়ের হিসাব নিয়ে আলোচনা করেন। মুসল্লিগন এ নিয়ে আলোচনার এক পর্যায়ে ক্যাশিয়ার সাদিকুর রহমান শিশুর নিকট হিসাব দেখানোর দাবী করেন।
এতে অপারকতা প্রকাশ করলে ক্যাশিয়ার ও মুসল্লিগনের মধ্যে বাদানুবাদ হয়। এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। রির্পোট লেখা পর্যন্ত উভয় পক্ষই পৃথক মিটিংয়ে বসেছেন বলে খবর পাওয়া গেছে। মুসল্লিগন দাবী করেছেন, ক্যাশিয়ার সাদিকুর রহমান শিশু মসজিদের টাকা আত্বসাত করার চেষ্টা করছেন।