উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধিঃ নবীগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতার জের ধরে উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর গ্রামে দুই মেম্বার প্রার্থীর লোকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে।
সংঘর্ষে উভয় পক্ষের প্রায় অর্ধ শতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে উভয় পক্ষের ২০জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আবারর রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকায় উভয়ের মধ্যে টানটান অবস্থা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়,গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোস্তফাপুর গ্রামের সাবেক মেম্বার সাফু আলম ও একই গ্রামের হায়দর আলী মেম্বার প্রার্থী হিসেবে ইউনয়নের ৪ নং ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করেন। শুরু থেকেই দুই প্রার্থী ও তাদের সমর্থকদের মধ্যে উত্তেজনা লক্ষ করা যায়। উভয় প্রার্থীর মধ্যে কালো টাকা বিতরণের গুঞ্জন উঠে এলাকায়। টাকা বিতরনে সাফু আলম ছিলেন এগিয়ে।
নির্বাচন যেন এই দু’প্রার্থীর মধ্যে পেষ্ট্রিজ ইস্যু হয়ে দাঁড়ায়। নির্বাচন চলাকালীন সময় এই ৪নং ওয়ার্ড এলাকায় আলোচনার কেন্দ বিন্দু হয়ে উঠে। চলে মিছিল পাল্টা মিছিল। নির্বাচনে ৫৫ ভোটের ব্যবধানে হায়দার আলী হেরে গেলে সাফু আলম জয়ী হয়। নির্বাচনের পর সামাজিক যেগাযোগ মাধ্যম ফেসবুকে সাফু আলম পরাজিত মেম্বার প্রার্থী হায়দরকে জড়িয়ে বিভিন্ন বাজে ষ্টেডার্স দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। এর জের ধরে গত বৃহস্পতিবার সন্ধ্যায় হায়দর আলীর ছোট ভাই ফখরুল আলম পাশ্ববর্তী বাড়ির সিফন মিয়ার সাথে ঝগড়ায় লিপ্ত হয়। এ সময় সাফু আলমের লোকজন সিফনের পক্ষালম্বন করে হায়দরের বাড়িতে হামলা চালালে উভয়ের লোকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। প্রায় ঘন্টাখানেক রক্তক্ষয়ী সংঘর্ষে দেশীয় অস্ত্র-শস্ত্রসহ ইট পাটকেল ব্যবহৃত হয়। পরে পুলিশ ও এলাকাবাসীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। সংঘর্ষে উভয় পক্ষের প্রায় অর্ধশতাধীক লোক আহত হন। গুরুতর আহত ২০জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। সিলেট মেডিকেলে চিকিৎসাধীন আহতরা হলেন,হায়দরের ছোট ভাই ফখরুল ইসলাম(৩৫),শাহজাদা(২০),আমিনহক(৩৩),সবুজ মিয়া(২৫),হাছন উদ্দিন (৪৪)আনোয়ার(২২),সাজফর মিয়া(২৩),আবু সিুদ্দক(১৭),আব্দুল হাদী(২০),,সাইরাছ(৩৪),সোজা(২১),মেহেদি(২০),পবলু মিয়া(২৪),আরফিক উল্লা(৬০),দিলাছ মিয়া(২০),জানু উল্লা(৫০),দোলন মিয়া(৪৫),পরাছ মিয়া(৪০),আব্দুর রুপ(৩৫),সজিব মিয়া(২০),লায়েছ আহমদ(২৫),জাকিারিয়া(৩৯),সুরুজ আলম(১৭),সৈয়দুল),(৩৪),মতিউর রহমান(৩৩),৩য় পক্ষ সাইফুল ইসলাম(৪০)।