নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর বাজারে অগ্নিকান্ডের ঘটনায় তিনটি দোকান পুড়ে গেছে। এতে ১ লক্ষ ৪৫ হাজার টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।
আগুন থেকে রক্ষা করা হয়েছে প্রায় ৬ লক্ষ টাকার মালামাল।
শুক্রবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজনের সহযোগীতায় শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের লোকজনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ হয়।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নিজামপুর গ্রামের জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সালিশ বৈঠকে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহতের ঘটনার জের ধরে আগুনের সূত্রপাত হতে পারে।
শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ জামাল উদ্দিন শাহীন আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে জানান, আগুনে তিন দোকান পুড়েছে। তন্মধ্যে দুইটি চা স্টল ও একটি ফল ও সবজির দোকান। এতে ১লক্ষ ৪৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে সঠিক করে কিছুই বলতে পারেননি তিনি।