এম এ আই সজিব ॥ বানিয়াচং উপজেলার কদুপুর নোয়াগাঁও গ্রামে রোমেনা আক্তার নামের এক বাকপ্রতিবন্ধি যুবতির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের দিনমজুর জমসেদ মিয়ার কন্যা। জমসেদ মিয়া জানান, গত বুধবার তারা স্বামী-স্ত্রী কাজের সন্ধানে বাইরে চলে যান। দুপুরে প্রতিবেশীরা তাদের খবর দেয় রোমানার লাশ ঘরের তীরের সাথে ঝুলছে। বাড়ি ফিরে তীরের সাথে তার মেয়ের উড়না পেচানো অবস্থায় লাশ দেখতে পায়। পরে তারা বানিয়াচং থানায় খবর দিলে পুলিশ ওই দিন বিকালে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে। গতকাল বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে লাশটি পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়। তবে জমসেদ মিয়া মৃত্যুর কারণ জানাতে পারেননি। এ ব্যাপারে বানিয়াচং থানার ওসি অমূল্য কুমার চৌধুরী জানান, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার আগে কিছু বলা যাচ্ছে না।