এম এ আই সজিব ॥ “ছাত্রীর মা’র সাথে আপত্তিকর অবস্থায় স্কুল শিক্ষক আটক” শীর্ষক দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকায় প্রকাশিত সংবাদটি গতকাল ছিল “টক অব দ্যা টাউন-হট টক”। সংবাদটি নিয়ে দিনব্যাপী শহরের অলি-গলিতে ছিল নানা রসালো আলোচনা-সমালোচনা। “মানুষ গড়ার কারিগর” খ্যাত স্কুল শিক্ষকের এহেন কান্ডে হতবাক সচেতন-সুশীল সমাজ; এ নিয়ে সর্বত্রই বইছে নিন্দার ঝড়। এদিকে, গতকাল বৃহস্পতিবার ভোরে পত্রিকা প্রকাশের সাথে সাথে শহর থেকে সমাচারের সকল কপি তুলে নেয়ার অপচেষ্টা করেন অভিযুক্ত স্কুল শিক্ষক বেলাল ও তার লোকজন। পরে ব্যর্থ হয়ে অতিরিক্ত মুল্য দিয়ে হকারের কাছ থেকে শহরের অধিকাংশ পত্রিকাই তুলে নেন তারা। এ অবস্থায় হুলুস্থুল পড়ে যায় পাঠকদের মধ্যে, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ শহর জুড়ে শুরু হয় তোলপাড়।
প্রতিদিনের ন্যায় পত্রিকা না পেয়ে ক্ষুদ্ধ হয়ে উঠেন সমাচারের নিয়মিত গ্রাহকরা। এক পর্যায়ে সমাচার কার্যালয়ে এসে ভিড় জমান অনেক পাঠক। পরে পাঠকদের চাহিদার মুখে “রিপ্রিন্ট” করে পত্রিকা সর্বরাহ করা হয়। এ রিপোর্ট লিখার সময় গতকাল বৃহস্পতিবার রাত ১০ টা পর্যন্তও পত্রিকার খোঁজে সমাচার কার্যালয়ে আসেন বহু পাঠক।
জানা গেছে, গতকাল শহরের কোথাও কোথাও ৫ থেকে ১০০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে সমাচার। কোথাও কোথাও ফটোকপি করে পত্রিকা সংগ্রহ করেছেন পাঠকরা।
অপরদিকে, বিষয়টি নিয়ে বহুল প্রচলিত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকেও চলছে তোলপাড়। অসংখ্য ফেইসবুক ইউজার সমাচারে প্রকাশিত সচিত্র সংবাদটির ছবি তুলে পোষ্ট করেছেন নিজেদের পেইজে। মুহুর্তেই পোষ্টটি শেয়ার করে ছড়িয়ে দেয়া হয় হাজার হাজার ফেইসবুক ইউজাদের মধ্যে।