এম এ আই সজিব ॥ হবিগঞ্জ সদর থানা পুলিশ গতকাল দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ধুলিয়াখাল জেল গেইট এলাকায় এসআই পার্থ রঞ্জন চক্রবর্তী ও এএসআই নুরে আলমের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। এসময় ধুলিয়াখালের মৃত আবু মিয়ার ছেলে সুজাত মিয়া (৩৫) নামে এক ডাকাতকে আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়,হবিগঞ্জ সদর থানায় তার নামে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। এতদিন ধরে সে আত্মগোপনে ছিল। গতকাল দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।