এম এ আই সজিব ॥ আজমিরীগঞ্জ উপজেলার ৫নং শিবপাশা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের শপথ গ্রহন সম্পন্ন হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার ও আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব প্রাপ্ত মোঃ শরীফুল ইসলাম তার বানিয়াচং অফিসে এ শপথ গ্রহন অনুষ্ঠিত হয়। যারা শপথ নিলেন তারা হলেন, ওই ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য মুজিবুর চৌধুরী, ৩নং ওয়ার্ড সদস্য কিবরিয়া চৌধুরী, ৪নং ওয়ার্ড সদস্য মোঃ নাজিম উদ্দিন মিয়া, ৫নং ওয়ার্ড সদস্য খানু মিয়া,৬নং ওয়ার্ড সদস্য আসাদ মিয়া, ৭নং ওয়ার্ড সদস্য শেখ মোঃ আলমগীর, ৮নং ওয়ার্ড সস্যস্য বজলুর রহমান লুদন, ৯নং ওয়ার্ড সদস্য ফয়সল মিয়া ও সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ সুজেলা আক্তার, সুজেলা বেগম ও সাইকুল নেছা। প্রকাশ ১নং ওয়ার্ড এ দুই মেম্বার প্রার্থী সমান ভোট হওয়া পরবর্তীতে এ ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।