এম এ আই সজিব ॥ অবশেষে ডিবি পুলিশের হাতে ধরা পড়ল ১০ বছর যাবত পলাতক ভাবী হত্যাসহ ৬ মামলার আসামী আশ্বব আলী। গতকাল বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে এসআই সুদ্বীপ রায়, আব্দুল করিম ও রাজিবুল ইসলামের নেতৃত্বে একদল সাদা পোষাকধারী পুলিশ। শহরের মাছুলিয়া ব্রীজের কাছ থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আশ্বব আলী (৪০) শহরের মাছুলিয়া এলাকার মৃত মশ্বব আলীর ডিবি পুলিশ জানায়, আশ্বব আলী মামলার আসামী হওয়ার পর গোপনে পালিয়ে সৌদি আরব চলে যায়। গত কিছুদিন আগে সে দেশে ফিরে আসে। তার ফিরে আসার সংবাদ পেয়ে ডিবি পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। উল্লেখ্য, বড় ভাইয়ের স্ত্রী সেলিনা হত্যাকান্ডের আলোচিত ঘটনায় আদালতে মামলা হয় আশ্বব আলীসহ তার ভাই (নিহত সেলিনার স্বামী) নায়েব আলীর বিরুদ্ধে।