নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বিএনপি ও জামায়াতের ৬৯ নেতাকর্মীর জামিন মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া আক্তার এ জামিন মঞ্জুর করেন।
এর আগে নবীগঞ্জ উপজেল বিএনপি -জামায়াতের ৭১ জন নেতাকর্মীর জামিন আবেদন করেন তাদের আইনজীবি।
আদালতের বিচারক আসামি নবীগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রদলের আহবায়ক কামরুল ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক অলিউর রহমান ছাড়া বাকি ৬৯জনের জামিন মঞ্জুর করেন।
গত ৫ জানুয়ারী নবীগঞ্জের বিএনপি-জামায়াতকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে।