এম এ আই সজিব ॥ মাধবপুর উপজেলার বাঘাসুড়া ইউনিয়নের রতনপুর গ্রামে পরিবারের সদস্যদের নিয়ে মধু মাসের জাম খাওয়া হলনা দিন মজুর বাছিরের। জাম পারতে গিয়ে গাছ থেকে পড়ে প্রাণ দিতে হল তাকে। এদিকে, তার মৃত্যুর খবর শুণে তার পরিবারে চলছে কান্নার রোল। পরিবারের একমাত্র উপার্জনক্রম সদস্যকে হারিয়ে পরিবারটি এখন দিশে হারা হয়ে পরেছে। জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুরে মাধবপুর উপজেলার রতনপুর গ্রামের বাছির মিয়া (৪০) জাম পাড়তে গাছে উঠে। পরে জাম পাড়ার এক পর্যায়ে অসাবধানতাবশত পা পিছলে পরে গিয়ে গুরুতর আহত হয়। পরে তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার বজলুর রহমান তাকে মৃত ঘোষণা করেন। বাছিরের মৃত্যুর খবর তার এলাকায় ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যদের মধ্যে কান্নার রোল পড়ে। যেন এলাকার আকাশ বাতাশ বাড়ি হয়ে উঠে। তার এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।