এম এ আই সজিব ॥ মাধবপুর উপজেলার ঘিলাতলী গ্রাম থেকে অসহায় দুই শিশুকে উদ্ধার করেছে হবিগঞ্জের মানবাধিকার সংস্থা এইচ.আর.এইচ.এফ। জানা যায়, গত ২০১২ সালে মাধবপুর উপজেলার ঘিলাতলী গ্রামের দেওয়ান আবেদের পুত্র দেওয়ান বাবুলের সাথে বিয়ে হয় ব্রাহ্মন বাড়িয়া জেলার সরাইল উপজেলাধীন নোয়াগাও গ্রামের মৃত আবুলালের কন্যা হোসেনা আক্তারের। বিয়ের পর তাদের ঔরসে ১টি কন্যা ও ১টি পুত্র সন্তান জন্ম নেয়। এর পরপরই যৌতুকের জন্য শুরু হয় হোসেনার উপর নির্যাতন। মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে বিধমা মা ও ভাই ৫৫ হাজার টাকা জামাতা বাবুলকে দিতে বাধ্য হয়। টাকা পাওয়ার পর ও মেয়ের শশুর বাড়ির লোকজনের অত্যাচারের খড়গ থেমে থাকেনি। অন্য দিকে যৌতুকের টাকা পেয়ে বাবুল গোপনে আরও একটি বিয়ে করে ফেলে। গোপন বিয়ের ব্যাপারে হোসেনা তার স্বামীর কাছে জানতে চাইলে গত ২০১৫ সালে বাবুলের পরিবারের সবাই মিলে হোসেনাকে বেধড়ক মারপিট করে এবং বাড়ি থেকে বের করে দেয়া হয়। হোসেনাকে আসামী করে স্বামী বাবুল এবং শশুর আবুলাল বাদি হয়ে আদালতে মামলা করে দেয় যা পরবর্তী পর্যায়ে মিথ্যা প্রমাণিত হলে বিজ্ঞ আদালত মামলাটি খারিজ করে দেন। নিরুপায় হয়ে হোসেনা এলাকার চেয়ারম্যানসহ মুরুব্বিয়ানদের দ্বারে দ্বারে ঘুরে কোন বিচার না পেয়ে পেটের দায়ে অবশেষে ঢাকায় গার্মেন্টসে চাকুরী নেয়। এক পর্যায়ে তার অবুঝ দুটি শিশুকে উদ্ধারের জন্য মানবাধিকার সংস্থা এইচ.আর.এইচ.এফ-এর শরণাপন্ন হয়। পরে তার আবেদনের প্রেক্ষিতে মানবাধিকার সংস্থা শিশুদের উদ্ধারের পদক্ষেপ নেয়। অতঃপর হোসেনা আক্তার বাদী হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে শিশু উদ্ধারের মামলা দায়ের করলে আদালতের নির্দেশে মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মুক্তাদির হোসেনের সার্বিক সহযোগীতায় মনতলা পুলিশ ফাড়ির ইনচার্জ শফিকুল ইসলাম-এর নেতৃত্বে মানবাধিকার সংস্থা এইচ.আর.এইচ.এফ-এর জেলা কো-অর্ডিনেটর মোহাম্মদ হোসেন খানের সক্রিয় সহযোগীতায় গত ৮ জুন অসহায় শিশু দুটিকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেয়া হয়। এ অভিযানে উপস্থিত ছিলেন, সংস্থার সদস্য মোঃ নুরুল ইসলাম চৌধুরী, আইন উপদেষ্টা এডভোকেট মোঃ আজিজুর রহমান খান সজল প্রমূখ।