এম এ আই সজিব ॥ হবিগঞ্জ পৌর এলাকায় এক্সকেভেটরের মাধ্যমে পৌরসভার বড় ড্রেন খনন ও পরিস্কার করার কাজ শুরু হয়েছে। শহরকে জলাবদ্ধতামুক্ত করতে বড় ড্রেনগুলো এক্সকেভেটরের মাধ্যমে পরিস্কার করার এ উদ্যোগ হাতে নিয়েছে হবিগঞ্জ পৌরসভা। গতকাল মঙ্গলবার হবিগঞ্জ পৌরসভার নাতিরাবাদ-হরিপুর এলাকায় খোয়াই নদীর বাধ সংলগ্ন স্থানে পানি নিস্কাশনের জন্য এক্সকেভেটরের মাধ্যমে বড় ড্রেন খনন করা শুরু হয়। এ ড্রেন উন্মুক্ত হলে পুরাতন খোয়াই নদীর অতিরিক্ত পানি খোয়াই বাধ স্ধসঢ়;ুইস গেইট এলাকায় নিস্কাশিত হবে বলে জানান ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ জুনায়েদ মিয়া। এদিকে হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দীলিপ দাস বলেন শহরকে জলাবদ্ধতামুক্ত করতে পৌর এলাকার বড় ড্রেনগুলো এক্সকেভেটরের মাধ্যমে পরিস্কারের উদ্যোগ নেয়া হয়েছে। তবে ড্রেনে ময়লা আবর্জনা ফেলা প্রতিরোধ করার জন্য সকল সচেতন নাগরিকবৃন্দের প্রতি জনসচেতনতা সৃষ্টির আহবান জানান তিনি। তিনি বলেন ড্রেনে ময়লা আবর্জনা ফেলা বন্ধ না করলে ড্রেন পরিস্কারের সুফল ভোগ করা সম্ভব হবে না।