নিজস্ব প্রতিনিধি,হবিগঞ্জ: হবিগঞ্জে আন্তঃ স্কুল ভলিবল প্রতিযোগতা শুরু হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারী) বিকেলে আধুনিক স্টেডিয়ামে প্রধান অতিথি হিসাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ফরহাদ হোসেন কলি, সহ-সভাপতি মরতুজ আলী, কোষ্যাধ্যক্ষ অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান ও ভলিবল উপ-কমিটির সাধারন সম্পাদক আজম উদ্দিন, জে কেনেড এইচ কে হাই স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আব্দুল মোতালিব মমরাজ, আবুল কালাম, হুমায়ন কবির চৌধুরী শাহেদ ও প্রাক্তন খেলোয়াড় ফটিক ।
বাংলাদেশ ভলিবল ফেডারেশনের উদ্যোগে ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় উদ্বোধনী খেলায় জে কে এন্ড এইচ কে হাই স্কুল ২৭-৭ ও ২৫-৬ সেটে পইল উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। টুর্ণামেন্টে জেলার ৮টি স্কুল অংশ গ্রহণ করছে।
প্রধান অতিথি অংশ গ্রহণকারী সকল দলের মাঝে একটি করে ভলিবল বিতরণ করেন।
Share