এম এ আই সজিব ॥ শায়েস্তাগঞ্জে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে একটি হোটেলকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল সকাল সাড়ে ১১টায় ভ্রাম্যমান আদালত বিশেষ অভিযান চালিয়ে অপরিষ্কার ও অপরিচ্ছন্নতাসহ হোটেলের লাইসেন্স না থাকায় শায়েস্তাগঞ্জের হোটেল আল-সোহাগ কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময়ে হবিগঞ্জ সদর সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট অমিতাভ পরাগ তালুকদার, শায়েস্তাগঞ্জ থানার এসআই আতিকুল আলম খন্দকার সহ একদল পুলিশ উপস্থিত ছিলেন। হোটেল মালিককে সতর্ক করে দেওয়া হয়, যাহাতে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে খাবার পরিবেশন করানো হয়।