এম এ আই সজিব ॥ ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার বাঘাসুরার স্টার সিরামিক এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে দমকল বাহিনী ও পুলিশ। গত সোমবার মধ্যরাতে ওই সড়কে রক্তাক্ত অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় খবর দিলে পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত যুবকের পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে লাশটি গতকাল মঙ্গলবার বিকালে আঞ্জুমান মফিদুল ইসলামের নিকট হস্তান্তর করা হয়েছে।