নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জের জেলার শায়েস্তাগঞ্জের কৃতি সন্তান নৌ-পরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব অশোক মাধব রায়কে পূর্ণ সচিব করা হয়েছে।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এর আগে ২০১৫ সালের ৪ ডিসেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব থেকে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব পদে নিয়োগ দেয়া হয়েছিল।
তিনি দীর্ঘদিন যাবত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব, যুগ্ম সচিব, পর্যাক্রমে অতিরিক্ত সচিব হিসেবে সুনাম ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।
স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব থাকাকালিন সময়ে মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের ব্যক্তিগত সহকারি হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করেন।