আকরামুল ইসলাম, চুনারুঘাট (হবিগঞ্জ) থেকে ঃ চুনারুঘাট উপজেলার ৪নং পাইকপাড়া ইউনিয়নের সমাজের নারী নির্যাতন প্রতিরোধে এক আলোচনা সভা ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সরেজমিনে জানা যায়, গতকাল ১৩জুন ২০১৬ইং সোমবার সকাল ১১ঘটিকায় হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ৪নং পাইকপাড়া ইউনিয়ন পরিষদ অফিসে ইউনিয়ন সমাজের নারী নির্যাতন প্রতিরোধ করার জন্য এক আলোচনা সভা ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা সামাজিক ক্ষমতায়নের অফিসার অল্লিকা দাস, দৈনিক বিজয়ের প্রতিধ্বনি প্রত্রিকার চুনারুঘাট প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ আকরামুল ইসলাম, কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, ছয়শ্রী’র প্রশিক্ষক দিপঙ্কর দেবনাথ, ৪নং পাইকপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নব নির্বাচিত মেম্বার মোঃ সায়েম মিয়া ও ৪নং ওয়ার্ডের নব নির্বাচিত মেম্বার মোঃ খালেক মিয়া, ৪নং পাইকপাড়া ইউনিয়নের সচিব মোঃ আঃ মান্নান, ৪নং পাইকপাড়া ইউনিয়নের নারী সমাজের সভা প্রধান মোছাঃ আছিয়া খাতুন, সেক্রেটারী মোছাঃ আছমা বেগম, ক্যাশিয়ার মোছাঃ দিলারা বেগম, পাইকপাড়া ইউনিয়ন নারী সমাজের সদস্য মোছাঃ সালেহা বেগম, মোছাঃ ফাতেমা বেগম,মোছাঃ ছুকেরা খাতুন, মোছাঃ বানেছা বেগম, মোছাঃ শিউলী বেগম, মোছাঃ খেলা আনসারী, পাইকপাড়া ইউনিয়নের গ্রাম পুলিশ মোঃ শফিক মিয়া, মোঃ আঃ শহীদ, মোঃ সাজু মিয়া, মোঃ পাভেল মিয়া, মোঃ সুমন মিয়া, মোঃ রাজু মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ অনেকেই উপস্থিত ছিলেন।
গতকাল সোমবার দুপুর ১২ঘটিকায় ৪নং পাইকপাড়া ইউনিয়ন অফিস প্রাঙ্গনে নারী নির্যাতন প্রতিরোধ বন্ধ করার জন্য ইউনিয়নের নারী সমাজের আয়োজনে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানব বন্ধনে বক্তারা বলেন নারী নির্যাতন প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। যে কাজ গুলো পল্লী সমাজে অসম্পূর্ণ থাকে সে কাজগুলো ইউনিয়নের নারী সমাজের মাধ্যমে স্থানীয় জন প্রতিনিধিদের সাহায্য সহযোগীতা নিয়ে কাজগুলো সম্পূর্ণ হয়। নারীরা দেশের বা সমাজের বোঝা নয়,বরং নারীরা দেশের বা সমাজের মূল্যবান সম্পদ। নারীরা এখন পিছিয়ে নেই। নারীরা হচ্ছে দেশ গড়ার কারিগর। নারীরা দেশ ও সমাজে প্রতিষ্ঠিত হয় এবং অগ্রণী ভূমিকা পালন করে।