শাহ মনসুর আলী নোমান, বিশেষ প্রতিবেদক : গতকাল ১৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান এর পক্ষ থেকে জাতীয় সংসদের আট জন তরুন সংসদ সদস্যকে চিন সরকারের আমন্ত্রণে চিন সফরে পাঠানো হয়েছে ।
আট জন সংসদ সদস্যের মধ্যে হবিগঞ্জ-সিলেটের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীও রয়েছেন।
১২ জুন রোববার চিনের উদ্যোশে যাত্রা করেন তারা। এছাড়াও চীনের ‘তানজিং ও বেইজিং’ এ এই ডেলিগেশন টিম চায়নার সংসদ সদস্যদের সাথে তাদের অভিঙ্গতা বিনিময় করবেন। মূলত চায়নার উন্নয়ন মূলক কর্মকান্ড পরিদর্শন করে নিজ দেশে তার বাস্তবায়নের জন্য এ সফর। প্রতিনিধি দলে আরও যারা আছেন- ফাহিম নাইম এমপি, ফজিলাতুন্নেচ্ছা এমপি, নাবিল সরকার এমপি, ফরহাদ আহমেদ এমপি, নূর জাহান বেগম এমপি, রাজি আহমেদ এমপি, আবুল কালাম ডিউক এমপি।