এস এইচ টিটু,সুতাং থেকে : হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জে দু’দল গ্রামবাসীর দফায় দফায় সংঘর্ষে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন।
সোমবার (১৩ জুন) পূর্ব বিরোধের জের ধরে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত থেমে থেমে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে নজির (২০), সুরুজ (৩৫), আয়াত (২২), মর্তুজ (৬০), শাহিন (২৮), বাছির (২৫), হেলাল (২৫), সিজিল (১৮), মতিন(৫০), আলফু (৩৫), হাফিজুল (৫০), সিরাজ (৩০), কামাল (২৫), কবির (৫০), বশির (৩০), শাহজাহান (২৫), গুলিবিদ্ধ ঠান্ডা মিয়া (৫০) ও আব্দুল গণিসহ (৪৫) অন্তত ৩০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, রোববার (১২ জুন) রাতে প্রাণ কোম্পানীর কয়েকজন শ্রমিক কাজ শেষে কান্দিগাঁও গ্রামে তাদের বাড়ি ফিরছিলেন। শ্রমিকরা অলিপুর থেকে স্থানীয় বাছিরগঞ্জ বাজারে যাওয়ার উদ্দেশে একটি ব্যাটারি চালিত অটোরিকশায় (টমটম) ওঠেন। কিন্তু সুরাবই গ্রামের বাসিন্দা অটোরিকশা চালক বাছিরগঞ্জ বাজারে না গিয়ে শ্রমিকদের সুরাবই বাজারে নামিয়ে দেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।
এরই জের ধরে সোমবার উভয়পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ৩ ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষ লাঠিসোটাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যবহার করে।
এছাড়াও সংঘর্ষ থামাতে গিয়ে শায়েস্তাগঞ্জ থানা কমিউনিটি পুলিশের সভাপতি ও জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়ার হাজী মোক্তার হোসেন চোখে ও মাথায় আঘাত পেলে তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা ও হবিগঞ্জ রিজার্ভ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৩১ রাউন্ড টিয়ারসেল ও ১৬১ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
খবর পেয়ে দুপুরে সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক, ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন এবং নুরপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, ঘটনাস্থলে যান এবং শালিসের মাধ্যমে ঘটনা নিস্পত্তির আশ্বাস দেন।
শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াছিনুল হক জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।