নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের দুর্গাপুর গ্রামে পুর্ব বিরুধের জের ধরে প্রতিপক্ষের লোকজনের অর্তকিত হামলায় ৬ জন আহত হয়েছেন।
আহতদের নবীগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় নবীগঞ্জ থানার লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয় সুত্রে জানাযায়, ওই গ্রামের জামে মসজিদের কোষাধ্যক্ষ জুয়েল মিয়ার সাথে একই গ্রামের প্রভাবশালী কলমদর মিয়ার সাথে পুর্ব বিরুধ চলে আসছিলো। এ অবস্থায় গতকাল রবিবার দুপুরে মসজিদে জোহরের নামাজের পর জুয়েল মিয়া বের হলে আগে থেকে ওৎপেতে থাকা কলমদর মিয়ার লোকজন জুয়েল মিয়ার উপর হামলা করে। এ সময় তাকে রক্ষা করতে তার আত্বীয় স্বজন এগিয়ে আসলে তাদের উপর ও অর্তকিত হামলা করা হয়। হামলায় আহতরা হল, জুয়েল মিয়া (৩৫), ছুবা মিয়া (৫৫), রাজা মিয়া (৭০), মনু মিয়া (৩০),ফারছু মিয়া (২২), রাসেল মিয়া (৩০)।