সোমবার এমন সম্ভাবনার কথাই জানালেন আবহাওয়াবিদ আব্দুর রহমান।
হঠাৎ করে পড়া এই শৈত্যপ্রবাহ কতদিন চলতে পারে এমন প্রশ্নে আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, ফেব্রয়ারির মাঝামাঝি সময় পর্যন্ত এই অবস্থা থাকতে পারে। তবে এখন যেমন শীত আছে কয়েক দিনের মধ্যে এর চেয়ে বেশি হওয়ার সম্ভাবনা নেই।
আর কাল-পরশু থেকে শৈত্যপ্রবাহ কিছুটা কমার সম্ভাবনা আছে বলেও জানান তিনি।
হঠাৎ শৈত্যপ্রবাহের কারণ হিসেবে তিনি বলেন, উত্তরে বাতাস হচ্ছে। আর কদিন আগে হঠাৎ বৃষ্টি হলো। আর দিনের বেলায় সূর্য প্রায় উঠছেই না। এ সব কারণেই হঠাৎ এই শৈত্যপ্রবাহ।
রোববার থেকে হঠাৎ পরা এই শৈত্যপ্রবাহ সোমবার যেন আরও তীব্রতর আকার ধারণ করেছে। রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো হবিগঞ্জে ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিলো টেকনাফে ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস।