এম এ আই সজিব ॥ বাংলাদেশ আওয়ামীলীগের গবেশনা প্রতিষ্ঠান (সিআরআই) পক্ষ থেকে মহান জাতীয় সংসদের ৮ (আট) জন তরুন সংসদ সদস্যকে, চায়না সরকারের আমন্ত্রনে চায়না সফরে পাঠানো হচ্ছে। ৮ জন সংসদ সদস্যের মধ্যে হবিগঞ্জ-সিলেটর সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী ও রয়েছেন। আজ বেলা ২টায়, ‘চীনের কুংমিং’ প্রদেশের উদ্যোশে যাত্রা করবেন তারা। এছাড়াও চীনের ‘তানজিং ও বেইজিং’ এ এই ডেলিকেশন টিম চায়নার নতুন সংসদ সদস্যদের সাথে, তাদের অভিজ্ঞতা বিনিময় করবেন। মূলত চায়নার উন্নয়ন মূলক কমকান্ড পরিদশন করে, নিজ দেশের তার বাস্তবায়নের জন্য এ সফর গুরুত্বপূন। অন্যন্যা সংসদ সদস্যরা হলেন, ফাহিম নাইম এমপি, ফজিলাতুনেচ্ছা এমপি, নাবিল সরকার এমপি, ফরহাদ আহমেদ এমপি, নূর জাহান বেগম এমপি, রাজি আহমেদ এমপি, আবুল কালাম ডিউক এমপি।