নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’দল লোকের সংঘর্ষে মহিলা ও শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শায়েস্তাগঞ্জের সুদিয়াখলা গ্রামের আব্দুল গফুর এবং আক্কাছ মিয়ার মাঝে কিছু জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
এর জের ধরে শনিবার সন্ধ্যা (১১ জুন) সাড়ে ৭টায় উভয়ের পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উল্লেখিত সংখ্যক লোক আহত হয়।