আকরামুল ইসলাম, চুনারুঘাট (হবিগঞ্জ) থেকে ঃ গত ১০জুন শুক্রবার সকাল ১০ঘটিকায় হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গ থেকে নিহত সৈয়দ আলী (৫০) কে তার নিজ বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ৯নং রানীগাঁও ইউনিয়নের পারকুল বস্তিতে নিয়ে আসলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পারকুল বস্তিতে আত্মীয় স্বজনদের কান্নায় বাতাস ভারী হয়েছে। নিহত সৈয়দ আলীকে এক নজর দেখার জন্য দূর দূরান্ত থেকে নারী, পুরুষ, যুবক, বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী নিহতের বাড়িতে ছুটে আসে।
গত শুক্রবার সকাল ১১ঘটিকায় নিহতের নিজ বাড়ি পারকুল বস্তির ঈদগাহ ময়দানে নিহত সৈয়দ আলীর জানাযা অনুষ্ঠিত হয়েছে। নিহত সৈয়দ আলীর জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
উল্লেখ্য গত ৮জুন বুধবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ৯নং রানীগাঁও ইউনিয়নের পারকুল বস্তিতে গরু ধান খাওয়াকে কেন্দ্র করে আপন ভাতিজা রুমন (২০) এর ফিকলের আঘাতে আপন চাচা সৈয়দ আলী (৫০) খুন হয়েছে।
নিহত সৈয়দ আলী পারকুল বস্তির মৃত রজব আলীর ছেলে। নিহতের স্ত্রী পিয়ারা বেগম বাদী হয়ে ঘাতক রুমন সহ ৩জনকে আসামী করে চুনারুঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এলাকাবাসীর দাবী ঘাতক রুমনসহ অন্যান্য আসামীদের দ্রুত গ্রেফতার করে আইনের মাধ্যমে ফাঁসি দেওয়ার জন্য। ঘাতক রুমন এখনও পলাতক রয়েছে।