নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার শাহজীবাজার দরগা গেইট এলাকায় ট্রাকের ধাক্কায় বাস খাদে পড়ে ২০ যাত্রী আহত হয়েছেন।
শনিবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।বাসটিতে বিয়ের বরযাত্রী ছিলেন বলে জানা গেছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।
শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ জামাল উদ্দিন শাহীন নিশ্চিত করে বলেন, রাশেদ পরিবহণের বরযাত্রী বহন করা একটি বাসকে ট্রাক ধাক্কা দিলে এই ঘটনা ঘটে।