নবীগঞ্জ প্রতিনিধি।। দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট, নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের দক্ষিণ মামদপুর শাখার গত বছরের রমজান মাসের রাবে জামাতের উত্তীর্ণ মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে সার্টিফিকেট বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে দক্ষিণ মামদপুর মসজিদ প্রাঙ্গণে আবুল খয়ের কায়েদ এর সভাপতিত্বে ও ক্বারী ওমর ফারুকের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ বাহুবল-১ সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবু এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজনাইপুর ইউপি চেয়ারম্যান আবুল খায়ের গোলাপ, উপজেলা জাতীয় পাটির সভাপতি ডা: শাহ আবুল খায়ের,জেলা তালামিযের সভাপতি আব্দুল মুহিত রাসেল, ইউপি সদস্য তোফাজ্জল হক বকুল, সাংবাদিক এম.এ.মুহিত প্রমুখ।
এ সময় গত বছর রমজান মাসে রাবে জামাতের উত্তীর্ণ মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে সার্টিফিকেট বিতরন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি এম এ মুনিম চৌধুরী বাবু এমপি, মসজিদের উন্নয়নের জন্য এক লক্ষ টাকার অনুদান প্রদানের ঘোষণা দেন।