এম এ আই সজিব ॥ নবীগঞ্জ পাথারিয়া গ্রামে অহলাল রানী সরকার (৪২) নামে ৩ সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১১ টায় পুলিশ এ লাশ উদ্ধার করে। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুর ১১টায় নিজ ঘরের তীরে অহলাল রানী ঝুলতে থাকলে স্বামীর পরিবারের লোকজন ও এলাকাবাসী নবীগঞ্জ থানায় খবর দেয়। খবর পেয়ে ওই থানার এসআই প্রদ্যুৎ ঘোষ ঘটনাস্থলে গিয়ে অহলাল রাণীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। উল্লেখ্য, নিহতের মী পিপাসিঙ্গ সরকার দিন মজুরের কাজ করত। খেয়ে না খেয়ে সংসার চলে আসছিল তার।