এম এ আই সজিব ॥ শায়েস্তাগঞ্জ অলিপুরে অবস্থিত প্রাণ আরএফএল কোম্পানীতে কাজ করতে গিয়ে আলা উদ্দিন (২৫) নামে এক শ্রমিকের হাত কেটে গেছে। সে সদর উপজেলার নোয়াবাদ গ্রামের খুর্শেদ আলীর পুত্র। আহত সূত্র জানায়, গতকাল শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টায় প্রতিদিনের মতো আরএফ এল কোম্পানীতে কাজ করতে যায় আলা উদ্দিন।
এ সময় সে নষ্ট প্লাষ্টিকের মালামাল কাটার মেশিন দিয়ে কাটতে গেলে তার ডান হাতটি কেটে যায়। এতে সে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হলে আশংকাজনক অবস্থায় রাতে তাকে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।