হবিগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা গ্রামে সংঘর্ষে দুই মহিলা আহত হয়েছে। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। জানা যায়, ওই গ্রামের কদ্দুছ মিয়ার সাথে একই গ্রামের তাহির মিয়ার বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে গতকাল ওই সময় উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে কদ্দুছ মিয়ার স্ত্রী হাফিজা বেগম ও অনু মিয়ার স্ত্রী আহত হয়। তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।