হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ শহরের কালিগাছ তলায় টমটম উল্টে খুর্শেদ মিয়া (১৮) নামের এক ব্যক্তি মৃত্যুপথযাত্রী। সে সদর উপজেলার বামকান্দি গ্রামের মৃত আছকির মিয়ার পুত্র। শুক্রবার সকাল ৮টায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, সকালে বাড়ি থেকে টমটমযোগে হবিগঞ্জ আসার পথে ওই স্থানে টমটমটি উল্টে যায়। এতে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।