শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : কলিমনগর ফুটবল একাডেমী আয়োজিত ফুটবল টুর্নামেন্টে মর্নিং স্টার হবিগঞ্জ চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল বিকেলে কলিমনগর মাঠে ফাইনাল খেলায় তারা ১-০ গোলে নূর স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। বিজয়ী দল আত্মঘাতির মাধ্যমে গোলটি পায়। খেলা শেষে প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরণ করেন হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফাক হোসেন চৌধুরী। বিশিষ্ট মুরুব্বি হাজী আব্দুল গণির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি, শায়েস্তাগঞ্জ থানার ওসি ইয়াছিনুল হক, আবদুর রশিদ তালুকদার ইকবাল, আব্দুর রহমান, সালেহ আহমেদ, মহিউদ্দিন চৌধুরী পারভেজ, মোক্তার হোসেন, আলী হোসেন, তরিকুল ইসলাম হারুন, মুকিতুল ইসলাম, সালাম মেম্বার ও সামাদ মেম্বার। বিজয়ী দলের হাতে নগদ ১০ হাজার টাকা এবং ট্রপি তুলে দেয়া হয়। সেরা খেলোয়াড়ের পুরস্কার পান শুভ। ফাইনাল খেলা পরিচালনা করেন এম এ মতিন। টুর্নামেন্টে ৮টি দল অংশ নেয়। টুর্নামেন্টের সার্বিক দায়িত্বে ছিলেন কলিমনগর ফুটবল একাডেমীর প্রতিষ্ঠাতা শামীমুর রহমান।