নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি : নবীগঞ্জে ৪০ জন ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে নবীগঞ্জ উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার দুপুরে পল্লী সুদ মুক্ত ঋন হিসেবে ৫ লাখ টাকা বিতরণ করা হয়েছে।
সমাজ কল্যাণ মন্ত্রনালয় কর্তৃক উপজেলা সভা কক্ষে ৫টি গ্রামের এই ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে উক্ত টাকা বিতরণীর উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাসুম বিল্লাহ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা পৌর সভার প্যানেল মেয়র এটিএম সালাম, সমাজ সেবা অফিসার মোঃ আব্দুর নুর।
ক্ষুদ্র ঋন বিতরণকালে অনুষ্টানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী বলেছেন, জাতীরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পল্লী এলাকার মানুষকে নিয়ে ভাবতেন। তাদেরকে সাবলম্বি করার জন্য কাজ করেছেন।
আজ দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় তারই সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনা এসেই পিতার সেই স্বপ্ন গুলোকে বাস্তবায়নের জন্য কাজ করছেন। তারই প্রমান সুদ মুক্ত পল্লী ঋন ।