দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক : দৈনিক শায়েস্তাগঞ্জ এর সম্পাদক সাখাওয়াত হোসেন টিটু এর একমাত্র সন্তান আরাফাত হোসেন আরিয়ান এর ষষ্ঠ জন্মদিন আজ। ২০১০ সালের ৯ জুন আরাফাত হোসেন আরিয়ান জন্মগ্রহন করে।
জম্মদিনে আরিয়ানের দীর্ঘায়ু ও মানুষের মত মানুষ হওয়ার জন্য মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন দাদা-দাদী, নানা-নানী, বড় চাচ্চু-পিন্টু,মেজ চাচ্চু-অপু ,সেজ চাচ্চু-দিপু,ছোট চাচ্চু-রিপু,ও বড় মামা-ছালেক,মেজ মামা-ফারুক,ছোট মামা-হুমায়ন এবং মামানীরা।
আরিয়ান এর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক শায়েস্তাগঞ্জ অনলাইন পত্রিকার নির্বাহী সম্পাদক মিজানুর রহমান সুমন ও বার্তা সম্পাদক কামরুজ্জামান আল রিয়াদ। সকলের প্রত্যাশা আরিয়ান এর অনাগত দিনগুলো হোক উচ্ছল, প্রাণবন্ত আর রঙ্গিন।
একমাত্র ছেলে আরিয়ান এর উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন বাবা সাখাওয়াত হোসেন টিটু এবং মা স্বপ্না আক্তার রিয়া।