মাধবপুর প্রতিনিধি : মাধবপুর উপজেলার চৌমুহনী খুরশিদ স্কুল এন্ড কলেজের দুই ছাত্রীকে যৌন হয়রানী করায় এক বখাটেকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ রায় দেন।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে চৌমুহনী খুরশিদ স্কুল এন্ড কলেজের দুই ছাত্রী বাড়ি থেকে কলেজে যাচ্ছিল। পথে চৌমুহনী ব্রিজের কাছে বহরা ইউনিয়নের আশ্রবপুর গ্রামের ছায়েব আলীর বখাটে ছেলে জামাল মিয়া (২০) তাদের যৌন হয়রানী করে। তাদের শোর চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে জামালকে আটক করে কলেজের অধ্যক্ষের কাছে নিয়ে যায়। খবর পেয়ে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আনোয়ার জামালকে গ্রেফতার করে সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম ভ্রাম্যমান আদালত বসিয়ে জামালকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের কারাদন্ড প্রদান করেন। রাতে জামালের আত্মীয়-স্বজন জরিমানার টাকা পরিশোধ করলে তাকে ছেড়ে দেয়া হয়।