নবীগঞ্জ প্রতিনিধি :এক পাগলকে বাচাঁতে গিয়ে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক উল্টে চালক, হেল্পার ও এক পথচারী আহত হয়েছেন। বুধবার রাত ১০টায় মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দেব পাড়া নামক স্থানে ঘটনটটি ঘটে।
প্রতক্ষদর্শীরা জানান, চাপাইনবাবগঞ্জ থেকে পিয়াজ বোঝাই একটি ট্রাক সিলেট যাচ্ছিল। উল্লেখিত স্থানে ট্রাকটি পৌছালে এক পাগল মহাসড়কের মধ্যখানে চলে আসে। এ সময় তাকে বাচাঁতে গিয়ে চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি মহাসড়কের পাশে জমিতে উল্টে যায়।
আহত চালক এনামুল (৪৫) হেল্পার উরুদ মিয়া ও পথচারী আমির হোসেনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।