নিজস্ব প্রতিবেদক : ৯ জুন থেকে ২২ জুন ভোর পর্যন্ত ১৪ দিন ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকবে। মৌলভীবাজারের শেরপুরে কুশিয়ারা নদীর উপর শেরপুর সেতুর সংস্কার কাজের জন্য এই সড়কে যান চলাচল বন্ধ থাকবে।
সড়ক বিভাগ সিলেটের নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এই সময়ে বিকল্প হিসেবে মৌলভীবাজার-রাজনগর-ফেঞ্চুগঞ্জ সড়ক ব্যবহার করার জন্য যাত্রী ও চালককে অনুরোধ জানিয়েছেন তিনি।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, সিলেট সড়ক বিভাগাধীন ঢাকা (কাঁচপুর)-ভৈরব-জগদীশপুর-শায়েস্তাগঞ্জ-সিলেট তামাবিল-জাফলং সড়কের ২০৪ কিলোমিটারে অবস্থিত শেরপুর সেতুর জরুরী মেরামত কাজের জন্য ৯ জুন ভোর ৬ টা থেকে ২২ জুন ভোর ৬ টা পর্যন্ত এই সেতুর উপর দিয়ে সব ধরণের যান চলাচল বন্ধ থাকবে।