খন্দকার আলাউদ্দিন, চুনারুঘাট ॥ চুনারুঘাট উপজেলার পূর্বাঞ্চল এলাকায় পূর্ব বিরোধের জের ধরে আপন ভাতিজার হাতে চাচা সৈয়দ আলী (৫০) খুন হয়েছেন। সে পারকুল বস্তি মৃত রজব আলীর ছেলে। বুধবার সন্ধ্যায় উপজেলার রানীগাও ইউনিয়নের পারকুল গ্রামের এ ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানযায়,ঘটনার ওই সন্ধ্যায় গরু আমন ধানের হালি খাওয়ার জের ধরে সৈয়দ মিয়ার আপন বড় ভাই তৈয়ব আলীর ছেলে রুমন মিয়ার সাথে কথাকাটি হয়। কথাকাটাটির এক পর্যায়ে রুমন মিয়া দেশীয় অস্ত্র পিকল দিয়ে সৈয়দ মিয়াকে আঘাত করে। ঘটনাস্থলেই সৈয়দ মিয়া লুটে মাটিতে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্বার করে চুনারুঘাট হাসপাতালে নিয়ে আসনে। পরে চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ আলী মারা যান। চুনারুঘাট থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী খুনের ঘটনা নিশ্চিত করেছেন।