এম এ আই সজিব ॥ মিরপুর-শ্রীমঙ্গল সড়কের রশিদপুর গ্যাসফিল্ড এলাকায় সিএনজি ও তেলবাহি লড়ির সংঘর্ষে চালকসহ ৫ যাত্রী আহত হয়েছে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
জানা যায়, সাতগাঁও এলাকা থেকে মাছ নিয়ে সিএনজিযোগে বাহুবল যাবার পথে উল্লেখিতস্থানে পৌছলে তেলবাহি গাড়ির সাথে সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় মিরপুর এলাকার চিচিরকোট গ্রামের হোসেন আলীর পুত্র চালক আব্দুস সালাম (৩৫) ও পশ্চিম মিরপুর গ্রামের দরবেশ আলী (৩০)আহত হয়। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর মাঝে আব্দুস সালামের দুই চোখ নষ্ঠ হয়ে যাওয়ায় তাকে সিলেট ওসমানি মেডিকেলে প্রেরণ করা হয়।