উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকেঃ নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী বলেছেন, লেখা পড়ার পাশাপাশি খেলা ধুলা শিশু-কিশোরদের শরীর ও মনমানসিকতা সুস্থ থাকে। এ চিন্তা থেকে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশু-কিশোরদের জন্য বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্ট চালু করে ছিলেন। তিনি গত সোমবার বিকালে নবীগঞ্জ জে,কে হাইস্কুল মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ানদেও মধ্যে পুরুস্কার বিতরণী অনুষ্টানে প্রধান অতিথির বক্তৃতাকালে উপরোক্ত কথা বলেন। উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এবং শিক্ষক সমিতির সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ রুবেল মিয়ার পরিচালনায় অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী,পৌরসভার প্যানেল মেয়র এটিএম সালাম, শিক্ষক সমিতির সভাপতি শামীম আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, সহকারী শিক্ষা কর্মকর্তা জামসেদুর রহমান, খোরশেদ আলম ও হারিছ মিয়া। অন্যান্যেও মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সহ সভাপতি মিহির কুমার দাশ, সাংগঠনিক জাহাঙ্গীর বখ্ধসঢ়;ত চৌধুরী, অর্থ সম্পাদক লোমেশ রঞ্জন দাশ, ক্রীড়া সম্পাদক পলাশ রতন দাশ, মাহবুব আহমদ, সমীরন কিশোর দাশ, মোঃ আব্দুল মজিদ,নারায়ন গোপ, মৃনাল কান্তি দাশ, তপন কুমার পাল, গীতেন্দ্র কুমার দাশ, তপন জ্যোতি রায়, আব্দুস ছুবান, ডলি দেব প্রমূখ। পরে বঙ্গবন্ধু গোল্ডকাপে চ্যাম্পিয়ান দল সিদ্দেকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, রানার আপ নোয়াগাওঁ সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং বঙ্গমাতা টুর্নামেন্টে চ্যাম্পিয়ান চর সোনাপুর প্রাইমারী স্কুল ও রানার্স আপ কামারগাওঁ সরকারী প্রাইমারী স্কুল দলের হাতে পুরুস্কার তোলে দেন।