এম এ আই সজিব ॥ ঢাকা-সিলেট মহাসড়কের মিরপুর চারিগাঁওয়ের নিকট পুলিশের ধাওয়া খেয়ে যাত্রীবাহি সিএনজি অটোরিকশা উল্টে গিয়ে ৫ জন আহত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আহত সূত্রে জানা যায়, মিরপুর থেকে যাত্রীবাহি সিএনজি অটোরিকশা বাহুবলের উদ্দেশ্যে রওয়ানা দেয়। উল্লেখিতস্থানে পৌছলে হাইওয়ে থানা পুলিশ গাড়িটি থামানোর জন্য সিগন্যাল দেয়। এ সময় গাড়িটি দ্রুত পালানোর চেষ্টা করলে গাড়িটি ব্যরিকেড দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি অটোরিকশাটি উল্টে পাশের খাদে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় হবিগঞ্জ সদর উপজেলার কাটাখালী গ্রামের মাওলানা ফারুক আহমেদ, হেলাল মিয়া ও মিরপুর এলাকার নারায়নকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাদের অবস্থা আশংকাজনক বলে চিকিৎসক জানিয়েছেন। এ ছাড়া আহত অপর দুইজনকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। এদিকে ওই সিএনজি অটোরিকশার চালককে খুজে পাওয়া যাচ্ছে না বলে আহত যাত্রীরা জানান।
এব্যাপারে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি সৈয়দ জাকির জানান,মহাসড়কে সিএনজি চলাচল নিষেধ। পুলিশের ভয়ে পালাতে গিয়ে এ ঘটনা ঘটেছে।