নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ মার্কেটের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় কোটি টাকা মূল্যের পাজারো একটি গাড়ি জব্দ করেছে সিলেট বিভাগীয় আবগারি শুক্ল কর বিভাগ।
সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সহকারি সার্কেলের নেতৃত্বে ঢাকা মেট্রো-ম-০০-০৫০১ এলএনবি অটো মোবাইলস গাড়িটি পড়ে থাকতে দেখে জব্দ করেন সিলেট বিভাগীয় আবগারি শুক্ল কর বিভাগ কর্মকর্তারা।
পরে গাড়িটি জব্দ করে জেলা পরিষদ দপ্তরে নিয়ে যাওয়া হয়। কর ফাঁকি দিয়ে ওই গাড়িটি ব্যবহার করা হচ্ছিল বলে জানা গেছে। তবে কে বা কারা গাড়িটি ব্যবহার করছে তা স্পষ্ট করে জানা যায়নি। রাত ৯টা এ রির্পোট লেখা পর্যন্ত গাড়িটি জেলা পরিষদে ছিল। কিন্তু সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।