চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাটে একটি মারামারি মামলার আসামি কাউন্সিলর মরতুজ সরদারের জামিন না মঞ্জুর করেছেন বিজ্ঞ বিচারক।
জানাযায়, গত রবিবার চুনারুঘাট পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর মরতুজ সরদার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-১এর আদালতে তার আইনজীবির মাধ্যমে জামিন প্রার্থনা করেন। বিজ্ঞ বিচারক তার জামিন না মঞ্জুর করে তাকে হবিগঞ্জ কারাগারে প্রেরণের আদেশ প্রদান করেন।
উল্লেখ্য যে, গত ২৬এপ্রিল রাত সাড়ে ৮টায় পৌর শহরের বাল্লারোডের মোঃ শফিক মিয়ার বাসায় হামলা চালায় কাউন্সিলর মরতুজ সরদার ও তার লোকজন।
হামলাকারীদের আক্রমনে এ সময় মোঃ শফিক মিয়ার স্ত্রী শেফা আক্তার (৩০)সহ ৫জন গুরুতর আহত হন। এ ব্যাপারে শেফা আক্তার বাদী হয়ে হবিগঞ্জ কোর্টে কাউন্সিলর মরতুজ সরদারকে প্রধান আসামী করে মামলা দায়ের করেন।